Spring Physiotherapy & Rehabilitation Center

গত ১৬ই জুন,শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে উদ্ভোধন হলো “স্প্রিং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার”। প্রতিষ্ঠানটির কার্যালয় ধানমন্ডির সাত মসজিদ রোডের (আবাহনী মাঠের পশ্চিম পাশে) গ্রিন সিটি সেন্টারে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অথিতি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপচার্য ড. রুবানা হক। আরো উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ড. আব্দুল কাদের শেখ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ড. রফিক।

প্রধান অতিথির বক্তব্যে ড. রুবানা হক বলেন, ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বেড়ে যাওয়ায় বিভিন্ন কারণে অসুস্থতা থেকে সুস্থ ও কর্মক্ষম হওয়ার জন্য দৈনিক হাজারো মানুষ ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, ‘সৎ উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে থাকলে আমরা সবাই আলোকিত হই, তার বাস্তব প্রমাণ আজকের এই সেন্টার। উন্নত স্বাস্থ্যসেবার জন্য সাধারণ মানুষের কাছে এ প্রতিষ্ঠানটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম হয়ে উঠবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ড. আব্দুল কাদের শেখ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ড. রফিক, বিশিষ্ট উদ্যোক্তা খন্দকার আব্দুল মতিন ও মিসেস রাজিয়া বেগম। বিস্তারিত – হাল ফ্যাশন এর ডেস্ক প্রতিবেদনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *