Spring Physiotherapy & Rehabilitation Center

মানসম্মত চিকিৎসাসেবার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর ধানমণ্ডি এলাকায় যাত্রা শুরু করলো স্প্রিং ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের। শুক্রবার (১৬ জুন) বিকেলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ড. রুবানা হক এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করেন। বেসরকারি পর্যায়ে একই ছাদের নিচে অত্যাবশ্যক সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস ও বিশ্বমানের ফিজিওথেরাপি চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে এই সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. রুবানা হক বলেন, ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বেড়ে যাওয়ায় বিভিন্ন কারণে অসুস্থতা থেকে সুস্থ ও কর্মক্ষম হওয়ার জন্য দৈনিক হাজার হাজার মানুষ ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরোও বলেন, সৎ মানুষের পাশে সৎ উদ্দেশ্য নিয়ে থাকলে আমরা সবাই আলোকিত হই, তার বাস্তব প্রমাণ আজকের এই সেন্টার। উন্নত স্বাস্থ্যসেবার জন্য সাধারণ মানুষের কাছে এ প্রতিষ্ঠানটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম হয়ে উঠবে। বিস্তারিত- ডিজি বাংলার প্রতিবেদনে

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *