![](https://springbd.health/wp-content/uploads/2023/06/image-3-1024x611.png)
স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুহার কমানো ও স্ট্রোক পরবর্তী প্রতিবন্ধকতা, কিংবা ঘাড় ব্যাথাসহ নানা শারীরিক প্রতিবন্ধকতা দুর করা ব্রত নিয়ে গত ১৬ই জুন,শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে উদ্ভোধন হলো “স্প্রিং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার”। প্রতিষ্ঠানটির কার্যালয় ধানমন্ডির সাত মসজিদ রোডের গ্রিন সিটি সেন্টারে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অথিতি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপচার্য ড. রুবানা হক। তিনি বলেন, “কোভিট এর সময় আমার বা হাত অসাড় হয়ে গেছিলো। আমার এক বান্ধবী বললেন, এক বছর আগে ভালো হবো না। এক ফিজিওথেরাপি নাম মুসা ভাইয়ের কথা শুনলাম। ওনার কাছে আসলাম ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে পনেরো দিনে ভালো হয়ে গেলাম। যেহেতু এই সেন্টারে মোহাম্মদ মূসা আছেন, যারা সেবা নিতে আসবেন তারা ভালো চিকিৎসা পাবেন বলে আমি মনে করি”।
তিনি আরোও বলেন, সৎ মানুষের পাশে সৎ উদ্দেশ্য নিয়ে থাকলে আমরা সবাই আলোকিত হই, তার বাস্তব প্রমাণ আজকের এই সেন্টার। উন্নত স্বাস্থ্যসেবার জন্য সাধারণ মানুষের কাছে এ প্রতিষ্ঠানটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম হয়ে উঠবে। বিস্তারিত – PT HEADLINE এর প্রতিবেদনে